ডেঙ্গু জ্বরের লক্ষণ | jagonews24.com

  • 3 years ago
ডেঙ্গুর জীবাণুবহনকারী এডিস মশা কাউকে কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়ে থাকে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবার আগে দরকার সচেতনতা। জেনে নিন ডেঙ্গু জ্বরের লক্ষণ

১. ডেঙ্গু আক্রান্ত হলে প্রচণ্ড মাথা ব্যথার সাথে সাথে চোখের ভেতরের দিকে ব্যথা করে।

২. ডেঙ্গু হলে প্রাথমিকভাবে শরীরের জয়েন্টে তীব্র ব্যথা হয়, এর পাশাপাশি ব্যথা হয় পেশীতেও।

৩. জ্বর হওয়ার এক থেকে দুইদিনের সময় সারা শরীরে লালচে র্যাশ দেখা যায়।

৪. ডেঙ্গু হলে প্লেটলেট কিংবা রক্তকণিকার পরিমাণ অনেকটাই কমে যায়। প্লেটলেট কাউন্ট যদি ২০ হাজার এর নিচে হয় তাহলে রোগীর রক্তজনিত জটিলতা দেখা দিতে পারে।

৫. ডেঙ্গু হলে আক্রান্তের বমি বমি ভাব হয়, মাঝে মাঝে এমনকি বমি হতে পারে। রোগী অতিরিক্ত ক্লান্তিবোধ করে এবং রুচি কমে যায়।

Recommended