ডেঙ্গু টেস্ট বাড়ায় রিপোর্ট দিতে হিমশিম খাচ্ছে সোহরাওয়ার্দী | jagonews24.com

  • 3 years ago
পাঁচদিন ধরে জ্বর ইশহাকের। কোনোভাবেই কমছিল না। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে দেখানোর পর ডাক্তারের পরামর্শে ভর্তি হন হাসপাতালে। জায়গা মেলে বারান্দায়। প্রথম দিনই রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে। পরদিন আবার পরীক্ষা করতে দেয়া হয় সিবিসি ও ডেঙ্গু টেস্ট। কিন্তু পরীক্ষার ২ দিনেও রিপোর্ট হাতে পাননি হাসপাতালে সাথে থাকা তার দুলাভাই মো. দাউদ মিয়া।

তিনি বলেন, এখানে লম্বা লাইন। লাইন পেরিয়ে শুধু কাউন্টারে পৌঁছাতেই সময় লাগলো সাড়ে তিন ঘণ্টা। এরপর কাউন্টার থেকে বলা হলো দুপুর ১টায় আসেন। কিন্তু দুপুরে গিয়ে আবার জানলাম, আজ রিপোর্টই হাতে পাওয়ার সম্ভাবনা নেই। সন্ধ্যায় কিংবা আগামীকাল সকালে যোগাযোগ করতে হবে।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/517163

Recommended