‘পিঠা বিক্রি’ই আবদুর রহমানের অন্ধকার ঘরের ‘পূর্ণিমার চাঁদ’ || jagonews24.com

  • 3 years ago
মোঃ আবদুর রহমান একজন ভ্রাম্যমান পিঠা বিক্রেতা। পিঠা বিক্রি তার মূল পেশা না হলেও বেঁচা থাকার পন্থা হিসেবে এখন তিনি এটিকে বেছে নিয়েছেন।
#storytelling
প্রথম কর্ম জীবনে অস্থায়ী ভিত্তিতে শাহারাস্তিতে বেসরকারী একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতেন। সেখান থেকে চলে আসেন ফরিদগঞ্জে।

মূল বাড়ি ফরিদপুরে হলেও, তিনি ৩২ বছর ধরে ফরিদগঞ্জে বাস করেন।
ভোটার ও হয়েছেন এখানকার। দৈনিক ২০০ থেকে ৩০০ পিঠা বিক্রি করেন। এ দিয়েই চলে তাঁর টানাটানির সংসার।

যে টাকা পিঠে বিক্রিতে পান সেখান থেকেই কোন মতে সন্তানদের লেখাপড়ার খরচ ও যোগান।
সংসারে অভাব তবু অন্যায়েরর পথ না বেঁছে, সৎভাবে জীবন যাপন করছেন তিনি।

Recommended