Mimi Chakraborty Birthday: মডেল থেকে সাংসদ, জলপাইগুড়ির মেয়ে কাঁপাচ্ছে টলি থেকে রাজনীতি
  • 3 years ago
মডেল থেকে অভিনেত্রী... এরপর সাংসদ, জলপাইগুড়ির মেয়ে মিমি কাঁপাচ্ছে আজ রাজনীতি থেকে টলিউড। ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে অংশগ্রহণ, সেখান থেকেই মডেল হিসেবে কেরিয়ার শুরু মিমির। সফলভাবে প্রথম আত্মপ্রকাশ \'গানের ওপারে\' ধারাবাহিকের মাধ্যমে। প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশনস্‌ হাউজ আইডিয়াস ক্রিয়েশনস্‌ -এর প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকটি স্টার জলসায় সম্প্রচারিত হয়। গানের ওপারের চিত্রনাট্য লেখেন বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ, রবি ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ধারাবাহিকটি তৈরি হয়। বোহেমিয়ান গোরা ও পুপের রবীন্দ্রনাথের গানের প্রতি ভালবাসা ও নানা বিষয় নিয়ে তৈরি এই ধারাবাহিকটি খুব সহজেই মন কেড়েছিল সিরিয়ালপ্রেমীদের। খাদ, প্রলয়, যোদ্ধা দ্য ওয়ারিয়র, কেলোর কীর্তি-সহ আরও একাধিক হাই বাজেটের ছবি করেছেন মিমি চক্রবর্তী। বক্স অফিসে সব ছবি সমানভাবে সাড়া না ফেললেও নিজের অভিনয়ে নজর কেড়েছেন মিমি। ৩২ বছরের জন্মদিনের আগে পুরীতে জগন্নাথ দর্শন করেন মিমি, প্রতি বছরই অন্তত তিনবার জগন্নাথ দর্শন করেন অভিনেত্রী। সিনেমার শুট, সংসদীয় এলাকার কাজ, সামনে আবার একুশের নির্বাচনী প্রচার সামলে ঝটপট পুরী যাওয়ার প্ল্যান করে ফেলেন মিমি।
Recommended