Jalpaiguri : তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় ভাসল জলপাইগুড়ির একাংশ, পুরসভার ওপর ক্ষুব্ধ এলাকাবাসী

  • 2 years ago
সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জের। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় ভাসল জলপাইগুড়ির একাংশ। জল-দুর্ভোগে পুরসভার ওপর ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। অন্যদিকে ডুয়ার্সের জলঢাকা নদীতে জলস্তর বাড়ায় সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় জারি করা হল হলুদ সতর্কতা।