Chinese Soldier| LAC: লাদাখ সীমান্তের দেমচক এলাকায় লালফৌজ বাহিনীর সেনাকে আটক ভারতীয় সেনার

  • 4 years ago
লাদাখ (Ladakh) সীমান্তের দেমচক এলাকায় সোমবার এক চিনা সেনাকে (Chinese Soldier) আটক করল ভারতীয় সেনা (Indian Army)। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাকে আটক করা হয় বলে জানায় ভারতীয় সেনা। ওই চিনা সেনার কাছে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়া যায়। সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)- এর হাতে তুলে দেওয়া হবে।

#IndiaChinaBorder #LAC #LatestLYBangla

Recommended