৭৪ বছর কোরআন ও হাদিসের শিক্ষক ছিলেন আহমদ শফী

  • 4 years ago
আলেম ওলামাদের মধ্যে আহমদ শফী সবার মুরুব্বি ছিলেন । তিনি আল্লামা আহমদ শফী হিসেবেই সরার কাছে পরিচিত ছিলেন । দেশে ইসলামি শাসন ব্যাবস্থা সমুন্নত রাখতে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একবাংলাদেশের টি দল প্রতিষ্ঠা করেন এবং বাংলার জনগনের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সমথ্য হন । তিনি একই সঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান ।তিনি আল-জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার (হাট হাজারী মাদ্রাসা ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

Recommended