লিংকন এর কন্ঠে জনপ্রিয় গান হৃদয়ে জড়াই। একটি Resort এ এই গানটির ভিডিও ধারন করা হয়েছে। ইতিমধ্যে সবার মনে জায়গা করে নিয়েছে এই গানটি। জনপ্রিয় এই গানটি লিখেছেন চয়ানিকা সাহা। সুর, মিউজিক করেছেন মন। গানটি গেয়েছেন শফিউল ইসলাম লিংকন । খুব অল্প সময়ে লিংকন এর হ্নদয়ে জড়াই গানটি দর্শক জনপ্রিয়তা পায়। এই গানটি শুনবেন, লাইক, কমেন্ট করবেন & এই চ্যানেলটি সবাই ফলো করুন।