এক পলকে বাঁকুড়া জেলার ১০ দিকের ১০ খবরের আপডেট পেতে দেখে নিন এক পলকে হরেক খবর।
  • 4 years ago
(১) জেলায় কমছে করোনা সংক্রমণের হার। ১৪ ও ১৫ জুন এই দুই দিনে নুতন সংক্রমণ ঘটেছে মোট ৩ জনের। যার মধ্যে ১৫ তারিখ আক্রান্ত হয়েছেন ২ জন। ফলে জেলায় মোট আক্রান্ত্রের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে। আর এপর্যন্ত ছাড়া সেরে উঠেছেন ৮৮ জন। পাশাপাশি জেলায় মোট সক্রিয় কোভিড পজেটিভ আছেন ৯২ জন। তবে এপর্যন্ত জেলার কোথাও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নেই বলেই জানিয়েছে জেলার স্বাস্থ্য দপ্তর। (২) জেলার ত্রিস্তর পঞ্চায়েতের জন প্রতিনিধিদের করোনা পরিস্থিতিতে প্রত্যেকের রেশন সামগ্রী পাওয়া নিশ্চিত করার নির্দেশ দিলেন জিলা পরিষদের মেণ্টর অরুপ চক্রবর্তী। তিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে সমিতি সদস্য এমনকি সভাপতি,সহ সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের তিনি নির্দেশ দেন, যে সকল পরিবারের রেশন কার্ড নেই বা কুপন পাননি তাদের গ্রামের ক্ষেত্রে বিডিও অফিসে এবং পুর প্রতিনিধিদের পুরসভা এলাকায় এসডিও অফিসে আবেদন পত্র জমা করিয়ে কুপন দেওয়ানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকরাও যারা রেশন পাননি তারাও আবেদন করতে পারবেন। প্রত্যেকেই মাসে ১০ কেজি করে চাল পাবেন। (৩) জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে মেগা যোগদানের রেশ কাটতে না কাটতেই এবার পাল্টা তৃণমূল ও বিরোধী শিবির থেকে গেরুয়া শিবিরে ভিড়ানোর কৌশল নিল বিজেপি। আজ রাজ্যের সদর দপ্তরে
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ৪ জন সদস্য, একজন পঞ্চায়েত সমিতির সদস্য, সিপিআইএম এর বড়জোড়া লোকাল কমিটির সম্পাদক রাজুবাউরী, তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক যুব নেতা কৃষ্ণন্দু মণ্ডল সহ জাতীয় কংগ্রেস ও অন্যান্য দল থেকে প্রায় ১৯০ জন বিজেপিতে যোগাদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি নেতা সুজিত আগস্তি প্রমুখ উপস্থিত ছিলেন। (৪) অন্যদিকে, জেলার শালতোড়ায় বিজেপিতে ভাঙ্গন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল। এবার শালতোড়া ব্লকের শালতোড়া,তিলুড়ি,কানুড়ি, ও গোগড়া অঞ্চলের প্রায় ৮০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে এদিন তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শালতোড়ার তৃণমূল ব্লক সভাপতি কালিপদ রায়।
(৫) কিষান কার্ড বিলির সময় পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ কে ঘিরে তালডাংরার সাতমৌলি গ্রামে তৃণমূল ও বিজেপিতে রাজনৈতিক চাপান উতোর চলছে পুরোদমে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান গনেশ গরাই বিজেপি কর্মীদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অফিসে ঢুকে তাকে হেনস্তার অভিযোগ তুলেছেন। এবং তিনি ৩ বিজেপি কর্মীর বিরুদ্ধে তালডাংরা থানায় এই মর্মে অভিযোগও দায়ের করেন। যদিও বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি অভিজিৎ লোহার এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবী করেন।
(৬)জেলায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের আনুষ্ঠানিক সূচনা হল। রাজ্য বিজেপির সহ সভাপতি তথা বাঁকুড়া লোকসভার সাংসদ ডাঃ সুভাষ সরকার, রাজ্য সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র প্রমুখ এদিন বাঁকুড়া শহরের ধর্ম শালায় গৃহ সম্পর্ক অভিযানের সুচনা পর্বে বক্তব্য রাখেন।
(৭) ১৬ই জুন। সারা দেশের সাথে বাঁকুড়া জেলা জুড়েও ১৬ টি বাম দলের জোট দেশের করোনা আবহে আয়কর দেয় না এমন লোকেদের হাতে সাত হাজার টাকা করে ছয় মাস দেওয়ার দাবী,বেসরকারিকরণ ও দেশ বিক্রির চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ সভায় সামিল হল। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় মঙ্গলবার শহরের ১৬ টি বাম জোটের দল এই কর্মসুচী পালন করে।
(৮) অন্যদিকে, জেলার সদর শহরের পাশাপাশি, জেলার জঙ্গল মহল জুড়েও এই কর্মসুচীতে ভালো সাড়া মেলে। সারেঙ্গায় ১৬ বাম দলের জোট সামিল হয় এই বিক্ষোভ কর্মসুচীতে।(৯)সোমবার কলকাতার ফুলবাগানে
Recommended