বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার আলোড়ন সৃষ্টি কারি এবং কাল জয়ী গ্রন্থ লা তাহযিন এর রচিয়তা ডক্টর আদ আল-কারনি তার এক বক্তব্যে বলেছেন আমাকে যদি ৫০ বছর এর অভিজ্ঞতা লব্দ উপদেশ করতে বলা হয় আমি চারটি বাক্য বলব। আর যদি ৫০ বছর পরও যদি কেউ আমার কাছে অভিজ্ঞতা চায় তাহলে আমি এই চারটি বাক্যই বলব।