বিশ্ব নবী বলেছেন কেয়ামতের একটা আলামত, বক্তব্য হবে লম্বা আর নামায হবে খাট। এখন নামায খাট করে, রুকুতে পিট সোজা হয় না, রুকু দিয়ে দাড়িয়ে সোজা হয়ে একটু দিরস্থীর ভাবে থাকা এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে সেজদাহু সাহু দিতে হয়।
বিশ্ব নবী বলেছেন, সবচেয়ে বড় চোর হচ্ছে যে নামাযে চুরি করে। কিভাবে নামাযে চুরি করে, বিশ্ব নবী বললেন রুকু সিজদায় চুরি করে। রুকুর পিট সোজা হয় না, রুকু থেকে সোজা হয়ে একটু দিরস্থীর হয়ে দাড়ায় না। দুই সিজদার মাঝখানে বসা কিন্তু ওয়াজিব। নামাযে কোন তাড়াহুড়া নাই।