Ratargul Review(Sylhet,Bangladesh)

  • 6 years ago
সৌন্দর্যের অপার লীলাভূমি বাংলাদেশের স্বর্গীয় অঞ্চল সিলেট। এই অঞ্চলের গোয়াইনহাট উপজেলায় অবস্থিত রাতারগুল, বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট। পানির উপর ছোট ছোট নৌকায় ভেসে ভেসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার মধ্যে স্বর্গীয় সুখ পাওয়া যায়! চারপাশে যেদিকেই তাকানো যায় সবুজের সমারোহ! বনের ভেতর প্রবেশ করতেই পাওয়া যায় সুবিশাল ওয়াচ টাওয়ার! ওয়াচ টাওয়ারের উপর থেকে এই জলরাশি আর জঙ্গল কে অন্য মাত্রার অপরূপ লাগে। ফটোপ্রেমিকেরা সেখানে গিয়ে পুরা সোয়াম্প ফরেস্ট কে সঙ্গী করে ফ্রেমবন্দী হন। এরপর ফেরার পালা। আবারো নৌকায় উঠে মাঝির সুমধুর গলায় গান শুনতে শুনতে গোয়াইনহাট বাজারের ঘাট পর্যন্ত এসে যাত্রার ইতি টানা হয়!

Recommended