সিরিয়ায় রাসায়নিক হামলায় কোনোভাবেই দায় এড়াতে পারে না মস্কো !

  • 6 years ago
আগামী সপ্তাহে রাশিয়ার সোচিতে অনুষ্ঠেয় সিরিয়া শান্তি আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী অংশ না নিলেও এতে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ। এরমধ্যেই সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় হামলা অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। এদিকে ওয়াশিংটন বলছে, সিরিয়ায় রাসায়নিক হামলায় কোনোভাবেই দায় এড়াতে পারে না মস্কো।

The United Nations has indicated that it will join the Syrian peace talks in Sochi in Russia next week, even though the rebel group is not part of it. In the meantime, President Bashar al-Assad has announced to continue its anti-terror campaign to bring peace to Syria. The government forces continued the attack on the rebel-controlled East Ghouta, violating ceasefire. Meanwhile, Washington has said that Moscow could not take responsibility for any chemical attack in Syria.

Recommended