Are parchi na re thakte chere Ki kori ekhon Full ghetechi prem korechi Shon rani tui shon
Debo toke debo Sholoana Korish na bahana Tu meri gaali aaja na (x2)
Style na dekhe smile na dekhe Hoyeche fida full Pabi na to amar moto Hoter *
Are re re pizza khabo Shopping jabo haat-ta dhore tor Beggar hobi tui je amar nobab hobo tor
Debo toke debo Sholoana Koris na bahana Tu meri gaali aaja na (x3)
Tu meri gaali aaja na … =======================================
Please subscribe my channel Subscribe to:https://www.youtube.com/channel/UCmeZYo7584T4emYvhHD7HcA?sub_confirmation=1 Follow us on:http://www.dailymotion.com/pinaki22788 Find us on Pinterest:https://in.pinterest.com/pinaki22788/ Follow us on tumblr:https://www.tumblr.com/blog/pinaki2288 Follow us on Twitter: https://twitter.com/pinaki22788 Follow us on blogger:https://www.blogger.com/blogger.g?blogID=7479117460723100092#allposts Circle us on G+ :https://plus.google.com/100086366144479611380
সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি 'নবাব' এর একটি গান সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি কলকাতা ও বাংলাদেশের দর্শকদের মধ্যে বেশ আলোচিত হচ্ছে। তেমনি শাকিব খানের নাচে মুগ্ধও হয়েছেন দর্শকেরা। তবে গানে হিন্দি শব্দের অনুপ্রবেশে ক্ষোভ প্রকাশ করেছেন kichu দর্শক। আসছে ঈদে মুক্তি পাবে শাকিব খান ও শুভশ্রী অভিনীত এই ছবিটি। ছবির কোরিয়াগ্রাফ প্রশংসিত হলেও আপত্তিটা গানের কথার মাঝে 'অনর্থক' হিন্দি শব্দ্বের প্রয়োগ। সোশাল মিডিয়াতেই এই নিয়ে পক্ষে বিপক্ষে কথা ছোড়াছুড়ি হচ্ছে। অনেকেই বলছেন এটার কোনো মানেই হয় না। এসব শব্দ না ব্যবহার করে বাংলা শব্দ ব্যবহার করলেই গানটা আরো ভালো হতো। শাকিবের এই নাচে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। শাকিব বেশ ভালো নেচেছেন। শাকিব বাংলাদেশের ছবিতে কেন এই পারফর্ম পারেন না, পরিচালকেরা কেন তাকে এভাবে ব্যবহার করতে পারেন না এটাও প্রশ্ন তৈরি হয়েছে। তো বন্ধুরা ষোলোআনা গানে হিন্দি শব্দের প্রয়োগ নিয়ে আপনাদের কি মতামত কমিটি করে জানিয়ে দিন।