Skip to main contentSkip to footer
Rober Pothe

Rober Pothe

@roberpothe
0 followers
30 following
Rober Pothe চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরাকাতুহ্।

মহান আল্লাহ পাক রব্বুল আ'লামীনের নিকট শুকরিয়া আদায় করছি তিনি আমাদের এই চ্যানেলটি আপনাকে একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

কোরআন ও হাদীসের বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রতিটা মুসলমানের ঈমানী দায়িত্ব। হাদিস শরিফে আছে, রসুলুল্লাহ (সা:) বলেন, "তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।" (জামে তিরমিযি)।

আল্লাহ বলেন, “হে রসূল! আপনার প্রতিপালকের নিকট হতে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা প্রচার করুন, যদি তা না করেন, তাহলে তো আপনি তাঁর বার্তা প্রচার করলেন না।” (সূরা মায়িদাহঃ ৬৭)

সব নবী–রসুলই ইসলাম প্রচার করেছেন। মানুষকে রবের পথ দেখিয়েছেন। যেহেতু নবী রসুল পৃথিবীতে আর আসবেন না। তাই ইসলাম প্রচারের কাজ শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকেই করতে হবে। প্রফেট সিরিজ

আর সেই উদ্দেশ্যেই ( Rober Pothe - রবের পথে ) এই চ্যানেলের অতি ক্ষুদ্র প্রচেস্টা।

রবের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আপনি প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন