ভারতের সংস্কৃতি বহু প্রাচীন। ইতিহাস বিকৃত হয়ছে।ইংরেজদের যড়যন্ত্রের শিকার ভারতবর্ষ। আরব,তুর্কি ,পাঠান ও মোগল প্রভৃতির আক্রমণ কারিদের। এরা যার পর নাই হিন্দুদের উপর অত্যাচার করেছে।মন্দির ভেঙ্গেছে, দেব মুর্তি ভেঙ্গেছে।নারীদের যৌন দাসি করে বিক্রি করেছে। মানুষ কে হত্যা না হয় ধর্মান্তরন করা হয়েছে। বাংলার বারোভূঈয়াদের ইতিহাস নেই ।