Duronto TV

@durontotv
যান্ত্রিক জীবন ও প্রতিযোগিতার ভেতর দিয়ে যেতে যেতে হারিয়ে যাচ্ছে আমাদের শিশুদের ছেলেবেলা। খেলার সুযোগ আর বিনোদনের মাধ্যমের অভাবে তারা বেছে নিচ্ছে মোবাইল, কম্পিউটার ও টেলিভিশন। কিন্তু দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো কি পারছে এই অভাব পূরণ করতে? কিছু বিদেশী চ্যানেল উপযোগী শিশুতোষ অনুষ্ঠান প্রচার করলেও এদিকে পিছিয়ে থাকছে দেশীয় চ্যানেলগুলো। এর ফল ভোগ করছে আমাদের শিশুরাই, দূরত্ব বাড়ছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে।শিশুদের এই আনন্দহীন শৈশব পাল্টে দিতে যাত্রা শুরু করে দুরন্ত টিভি। এই চ্যানেলের মাধ্যমে শিশুরা তাদের পরিবারের সাথে আনন্দের সময় কাটাতে পারবে ও শিখতে পারবে নানা বিষয়ে। কোমলমতি শিশুরা যাতে মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির ছায়ায় বেড়ে উঠতে পারে সেজন্যই আমাদের এই আয়োজন। আমরা স্বপ্ন দেখি আমাদের শিশুদের এক সুন্দর আগামী উপহার দেওয়ার, তাদের জন্য এক আনন্দের জগৎ নির্মাণ করার, ভবিষ্যৎ সুনাগরিকের ভিত তৈরি করার।

রেনেসাঁ পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান বারিন্দ মিডিয়া লিমিটেডের একটি প্রয়াস দুরন্ত টেলিভিশন। স্যাটেলাইট টেলিভিশনের তালিকায় এই প্রথম যুক্ত হলো বাংলাদেশের শিশু ও তাদের পরিবারের জন্য নতুন নতুন ভাবনার সম্ভার নিয়ে দুরন্ত টেলিভিশন।

দুরন্ত’র সাথেই থাকুন!