Self-defense technique no - 31 A Self Defense For Women

  • 12 years ago
এই মুহুর্তে আমরা যে কৌশল দেখবো বা আয়ত্ব করবো তাহলো আমাদের পেজের ৩১ নং কৌশল । এটা মূলত একটা ডকুমেন্টারী ফ্লিমের উল্লেখযোগ্য অংশ । এটাতে কি আছে তা দেখার আগে আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছি ।

১ম অভিজ্ঞতা : আমি ঢাকার নীলক্ষেতে একটা কাজে রাত ১০ টার দিকে অবস্হান করছিলাম । গাউছিয়া মার্কেটের কাছে এসে এক আপুর আত্মচিৎকার শুনলাম । আর আপুটি একটা ছেলেকে উদ্দেশ্য করে বলছে : এই ছেলে আমার গায়ে হাত দিয়েছে । বাকী বিবরণ আমি দিচ্ছি না । গায়ে হাত দেওয়া বলতে তিনি কি বুঝাতে চাচ্ছেন তা আপনারা আজকের আত্মরক্ষা কৌশল দেখলেই বুঝতে পারবেন । আর এধরনের গায়ে হাত দিলে কীভাবে গায়ে হাত দেওয়া পশুদের কাবু করবেন তা দেখতে পাবেন - এই ভিডিও বা কৌশলটায় ।

২য় অভিজ্ঞতা : একদিন পড়াচ্ছিলাম । কথা হচ্ছিল বেশ কিছু ছাত্রীর সাথে । কথা প্রসঙ্গে ছাত্রীরা অভিযোগ করলো তারা জুনিয়র ছাত্রদের দ্বারা ইভটিজিং-এর শিকার হচ্ছেন । আমি বিস্তারিত জানতে চাইলাম । আর কারা জড়িত বিস্তারিত বলতে বল্লাম । আর বলতে না চাইলে লিখিতভাবে অভিযোগ করতে । কিন্তু কেহ করতে রাজি হচ্ছে না । তবে মাত্র দুই জন বসে থাকলো আমার সামনে । স্যার কিছু কথা বলতে চাচ্ছি । আমি বল্লাম : হ্যা বলতে পারো । তারা যা বল্লো তা ভয়াবহ ব্যাপার । এমন কোন দিন নেই তারা ইভটিজিং বা এধরনের গায়ে হাত দেওয়ার ব্যাপার তাদের ক্ষেত্রে ঘটছে না । এক মেয়ে আক্ষেপ করে বলছিলো : স্যার । আমি চারটা টিউশনী করছি । আর এর টাকা দিয়ে পড়তে আসছি । প্রায় দিনই আমার চেয়ে কম বয়সী ছেলে অমুক জায়গায় দাড়িয়ে থাকে । কখনো বালি উড়িয়ে দেয় আমার চোখের দিকে । আমার গায়ের উপর হামলে পড়ে । কখনো গায়ে হাত দেয় । দুরে বসে থাকা ছেলেগুলো হেসে লুটোপুটি খায় । স্যার আমি কি করবো ? আমার তো ভাই । যাকে আমি দেহরক্ষী হিসেবে সাথে নিয়ে পড়তে আসবো । আমার বাবা নেই । মা অসুস্হ । আর অনেকে বলেন, আমরা পোষাক ঠিক ভাবে পড়ি না বলে আমাদের এই অবস্হা হয় । স্যার বলুন, আর কতটুকু পোষাক পড়লে আমরা এই অবস্হা হতে মুক্ত থাকবো । আমি চুপ করেছিলাম । আমার উত্তর জানা ছিল না । মেয়েটি ছিল ভীষণ মেধাবী । আবআয়া আর হিজাব পড়া । তবে মুখ ঢাকা বোরকা পড়া নয় । সে তার কথায় এটাও বলেছিলো মুখ ঢেকে নিজেকে জীবন্ত তাবু বানিয়ে চল্লেও তো আমরা নিরাপদ থাকতে পারবো না । স্যার জানেন তো, অমুক এলাকায় এমন জীবন্ত তাবু মার্কা মেয়ে এদের হামলার শিকার হয়ে অসুস্হ হয়ে মারা গিয়েছিলো । .... আমি আর বিশেষ কিছু লিখছি না ।
দয়া করে ভিডিওটা বার বার দেখুন । কীভাবে নিজেদের এধরনের হাত হতে রক্ষা করবেন তা দেখে সিদ্ধান্ত নিন । আর এই কৌশলগুলো আয়ত্ব করুন ।

আমরা আপনাদের অনুরোদের জন্য ভিডিওগুলো সহজে ডাইনলোড করার জন্য এখন থেকে ডাইনলোড করার জন্য লিংক দিবো । আজকের এই কৌশলটির ভিডিও ডাউনলোড করতে এই লিংকে যেতে পারেন : http://www.mediafire.com/?dabdfchaglqnp0a

Recommended