Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/2/2025
নদিয়ার মাজদিয়া থেকে দুই যুবক এসেছিলে নবদ্বীপে গঙ্গায় স্নান করতেন। নদীতে নামতেই জলে তলিয়ে যান তাঁরা ৷ দুই যুবকের নাম নিলয় বিশ্বাস ও নীলেশ বিশ্বাস। সম্পর্কে তাঁরা দুই ভাই। একজনের বয়স 26 ও আরেকজনের 23 ৷ একভাই ব্যবসা করতেন ও অন্যজন পড়ুয়া ৷ তাঁদের বাড়ি মাজদিয়ায় রেলবাজার এলাকায়। আজ (শুক্রবার) সকালেও শুরু হয়েছে তল্লাশি ৷জানা গিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) দুপুরে চারচাকা করে মাজদিয়া থেকে 4 যুবক নবদ্বীপ শ্রীবাসঅঙ্গন গঙ্গার ঘাটে স্নান করতে আসেন। বেলা দু'টো নাগাদ স্নান করতে নামলে আচমকাই জলে তলিয়ে যান সকলেই ৷ একে অপরকে বাঁচানোর চেষ্টা করলেও অবশেষে গঙ্গায় তলিয়ে যান দু'জন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর ৷ গতকাল সন্ধ্যে পর্যন্ত তল্লাশি চালানো হয় ৷ কিন্তু, অন্ধকার হয়ে যাওয়ায় তল্লাশি থামিয়ে দেওয়া হয় ৷ দুই যুবকের খোঁজে আজ সকালেও তল্লাশি চলাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা ৷স্থানীয় যুবক ভোলা ঘোষ বলেন, "এদিন দুপুরে 4 যুবকের জলে তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই ৷ গঙ্গায় নেমে বেশ কয়েকজন এলাকাবাসী তাঁদের বাঁচানোর চেষ্টাও করেন ৷ কিন্তু, দু'জনকে বাঁচানো গেলেও দুই ভাই তলিয়ে যায় ৷" গঙ্গার ঘাট সংস্কার না-হওয়ার ফলেই এখানে এমন ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। 

Category

🗞
News
Transcript
00:00foreign
00:14foreign
00:30foreign
00:44foreign
01:00it's a little bit
01:03yeah
01:06yeah
01:09yeah
01:12yeah
01:15yeah
01:18yeah
01:20yeah
01:25foreign
01:55Can you tell me about gungar?
01:59I was not a deep place in the field.
02:03I was in a very deep place where I am.
02:07I am a good place where I am.
02:11I have a great place where I have a great place.

Recommended