পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসী নামে পরিচিত।
আয়াতটিতে আল্লাহর একত্ববাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ হয়।
আবু উমামা (রা.) থেকে বর্ণিত নবি (সা.) বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর "আয়াতুল কুরসি" পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাত প্রবেশের পথে বাধা হবে না। (সুনানুল-কুবরা লিন-নসাঈ, হাদীস নং: ৯৮৪৮)
ঘুমানোর সময় আয়াতুল কুরসী পাঠ করলে তার জন্য আল্লাহ্র পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না। (সহীহ বুখারী, হাদীস নং: ২৩১১)
যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের (অনিষ্ট) থেকে নিরাপদে থাকবে। আর যে সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত তাদের (অনিষ্ট) থেকে নিরাপদ আশ্রয়ে থাকবে। (মুসতাদরাকে হাকেম, হাদীস নং: ২০৬৪)