VID20231130104636

  • 6 months ago
ওয়ারেন্টে থাকা এক ব্যক্তিকে যুগপুর থেকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে পাঠানো আকাশী পাড়া পুলিশ
ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশীপাড়া যুগপুর এ গত 2017 সালে প্রতিবেশীদের সঙ্গে জায়গা নিয়ে বিবাদ আর সেই অভিযোগে হয় ১৩/৯/২০১৭ তারিখে। ওই ব্যক্তি যামিনে মুক্ত ছিলেন তারপর আদালতে হাজিরা না দেওয়ায় ওই ব্যক্তির নামে ওয়ারেন্ট বের হয় সেই ব্যক্তিকে গতকাল নাকাশীপাড়ার যুগপুর থেকে গ্রেফতার করে আদালতে পাঠায় নাকাশিপাড়া থানার পুলিশ

Recommended