Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/13/2023
বই হোক কিংবা ছবি, হ্যারি পটার সব সময়ই আকর্ষণের কেন্দ্রে। ৮ থেকে ৮০, হ্যারির কল্প জগতে বুঁদ হননি এমন পাঠক অথবা দর্শক বিরল। ‘ঠাকুমার ঝুলি’র পাশাপাশি হ্যারি পটারও বাঙালির বহু দিনের সঙ্গী। জেকে রাওলিংয়ের লেখা বইয়ের ৬০ লক্ষ কপি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। হ্যারির পোশাক থেকে হগওয়ার্টসের জগতের বিভিন্ন সরঞ্জাম জমিয়েছে নানা বয়সের হ্যারি পটারপ্রেমীরা। সেই জনপ্রিয়তাকে সঙ্গী করেই হ্যারি পটারকে নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজ়। থাকবে একগুচ্ছ নতুন মুখ, সঙ্গে নতুন চমকও। কাহিনীর সঙ্গে সাযুজ্য রেখেই সিরিজ়টি নির্মাণ করা হবে, আশাবাদী লেখক থেকে প্রযোজক।

Category

🗞
News

Recommended