টিটাগড় থানায় অভিযোগ চয়নিকার

  • last year
টিটাগড় থানায় অভিযোগ দায়ের করলেন জাতীয় যোগাসন চ্যাম্পিয়ন চয়নিকা আঢ্য। ২০১৯ সালে অয়ন শীলকে ৫ লক্ষ টাকা দিতে না পেরে চাকরি পেয়েও হারাতে হয়েছিল তাকে। চুঁচুড়া থানায় অয়ন শীল-সহ আরও তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তিনি।

Recommended