তিলজলাকাণ্ডের তদন্তে এসে 'আক্রান্ত'! মারধরের অভিযোগ NCPCR চেয়ারম্যান

  • last year
তিলজলা কাণ্ডের অনুসন্ধানে এসে বিস্ফোরক অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যানের। থানায় তাঁদের সঙ্গে মৃতের পরিবারের কথোপকথনের সময় গোপন ক্যামেরায় সেই কথোপকথন রেকর্ড করা হচ্ছিল বলে অভিযোগ। সেই ক্যামেরা নিয়ে আসতে গেলে থানায় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ তোলেন তিনি।

Recommended