'এখনও চাকরি পেতে পারেন চয়নিকা', আশ্বাস পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের

  • last year
৫ লক্ষ টাকা দিতে না পারায় হকের চাকরি পেয়েও তা হারাতে হয়েছে হুগলির চুঁচুড়ার বাসিন্দা চয়নিকা আঢ্যকে। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন চয়নিকা। অন্যদিকে, অভিযোগ সামনে আসার পরেই পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের দাবি, এখনও চয়নিকার চাকরি হওয়া সম্ভব।