ফের দুর্নীতিতে টলিযোগ প্রকাশ্যে?

  • last year
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই একাধিকবার সামনে এসেছে টলিযোগ। এবার নতুন সংযোজন অয়ন শীল ও শ্বেতা চক্রবর্তী। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত কাবাড্ডি কাবাড্ডি ছবির ব্যানারে প্রযোজনা সংস্থা হিসেবে জ্বলজ্বল করছে এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের নাম। যা নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের কোম্পানি। এই ছবিতেই অভিনয় করেছিলেন শ্বেতা চক্রবর্তী।

Recommended