অধিনায়ক এমবাপে, ফরাসি দলের ডেপুটি হলেন গ্রিজ়ম্যান

  • last year
হুগো লরিসের পর ফ্রান্সের অধিনায়ক করা হল কিলিয়ান এমবাপেকে। ফরাসি অধিনায়ক নির্বাচন করলেন বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ে দেশঁ। দলপতি নির্বাচন প্রসঙ্গে কোচের স্পষ্ট বক্তব্য, “অধিনায়কের দায়িত্ব নেওয়ার জন্য এমবাপে সব দিক থেকেই তৈরি।” সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হল দলের ফরোয়ার্ড আতোঁয়া গ্রিজ়ম্যানকে।