রং নয়, ফুলের দোলে মাতোয়ারা শৈশব, বসন্ত উদ্‌যাপনে বাধা নয় চোখের আঁধার
  • last year
অজস্র কচিকাঁচাদের শোরগোলে সরগরম চত্বর। এরা কেউই চোখে দেখতে পায়না। কোনটা লাল, আর কোনটাই বা হলুদ— তার সঙ্গে পরিচিতি ঘটেনি কোনও দিনই। দোল তাই এই খুদেদের কাছে আর পাঁচটা দিনের মতোই রংহীন। দক্ষিণ কলকাতার একটি দৃষ্টিহীন শিশুদের স্কুলে প্রতি বারেই দোল খেলার আয়োজন হয় তাদের পড়ুয়াদের রঙের উৎসবে সামিল করে নিতে। তবে ফাগের রাগে নয়, উৎসবে যোগ দেওয়া সকলকে রাঙিয়ে নেওয়া হয় ফুলের সাহায্যে। এ বারেও তার অন্যথা হল না। শনিবার, দোল উৎসবের দু’দিন আগেই ‘ফুলদোল’ পালন হল স্কুল চত্বরে। পড়ুয়াদের উৎসবে যোগ দেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার।
Recommended