কোভিডযোদ্ধাদের সম্মান জানাতে সফদরজঙ্গ হাসপাতালে ‘রাগ বসন্তোৎসব’

  • last year
দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ‘রাগ বসন্তোৎসব’। অতিমারির সময়ে নিরলস পরিশ্রম করা ডাক্তার ও প্রথম সারির কর্মীদের সম্মান জানাতে আয়োজন করা হল গানের আসরের। চিকিৎসকদের মতে, সঙ্গীত মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে। সেই কারণেই এমন অভিনব উদ্যোগ।

Recommended