ডিএর দাবিতে ধর্মঘটের ডাক

  • last year
অবস্থান , আন্দোলন , অনশন , কর্মবিরতি কিছুতেই টনক নড়ছে না সরকারের। তাই এবার আরও বড় আন্দোলনের পথে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএর দাবিতে এবার আগামী ১০ মার্চ শুক্রবার রাজ্যে ধর্মঘটের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ।