‘রঞ্জি ফাইনাল খেলেও কেকেআরে বাংলার ক্রিকেটার নেই’, আক্ষেপ দিন্দার

  • last year
৩৩ বছর পর আবার রঞ্জি জয়ের স্বপ্ন। ঘরের মাঠে ফাইনাল। ইডেনে সৌরাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ বাংলার কাছে। প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা আশাবাদী, মনোজ তিওয়ারি এবং লক্ষ্মী রতন শুক্লার যুগলবন্দি তৃতীয়বারের জন্য বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করবে। বঙ্গ ক্রিকেটের প্রতিভায় তিনি এক কথায় মুগ্ধ। তবে হতাশাও আছে বৈকি। কেন কলকাতা নাইট রাইডার্সে বাংলার ক্রিকেটার থাকবে না, এই প্রশ্নই করছেন প্রাক্তন ‘স্পিডস্টার’। অশোক দিন্দার বক্তব্য, ‘‘বাংলার এতো প্রতিভা, আজ রঞ্জি ফাইনাল খেলছে। বাংলা থেকে পাঁচ জন ক্রিকেটার আইপিএল নিলামেও ছিলেন। কিন্তু অবাক লাগে, কলকাতা নাইট রাইডার্স বাংলার ক্রিকেটারকে বিডিং করেনি। এখানে এসআরকে আসেন, কোটি কোটি টাকার ব্যবসা করে চলে যান। আমি বহুবার বলেছি, কেকেআরে অন্তত তিন জন করে বাংলার ক্রিকেটার থাকুক। কিন্তু কেউ কথা শোনেনি।”