পেশা সবজি বিক্রি, একই সঙ্গে পুরসভায় কাউন্সিলরের দায়িত্বও সামলান চন্দ্রকোনার সমর

  • last year
উপার্জনের জন্য বাজারে সবজি বিক্রি, তার পাশাপাশি পুরসভার কাউন্সিলরের দায়িত্বও সামলাচ্ছেন তৃণমূলের সমর দোলুই। তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার ৯ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি। সংসারে আর্থিক সচ্ছ্বলতা নেই। তাই পুরনো পেশা ছাড়েননি সমর। নিজেদের বাগানে সবজি চাষ করে চন্দ্রকোনার বাজারে বিক্রি করতেন সমরের বাবা লক্ষ্মীকান্ত দোলুই। এমএ পাশ সমরও থাকতেন বাবার সঙ্গে। ২০২২ সালে পুরসভার জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন তিনি।

Recommended