যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হাজির ফেলুদা, তোপসে, জটায়ু

  • last year
জীবনে পরিকল্পনা করে কিছুই করেননি তিনি। একটাই চাওয়া ছিল তাঁর। ইন্দ্রনীল সেনগুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে বললেন, "ফেলুদা করার স্বপ্ন ছিল। সত্যজিৎ রায়ের বাড়ির লোক, সন্দীপ রায় আমায় পছন্দ করেছেন। আর কী চাইব?" শুক্রবার মুক্তি পাচ্ছে পরিচালক সন্দীপ রায়ের 'হত্যাপুরী'। ফেলুদা-তোপসে-জটায়ু, এখন রিপোর্ট কার্ডের অপেক্ষায়।

Recommended