উপদেশ | রামকৃষ্ণকথামৃত | বাণী | Iswar Katha | Ramkrishna | Kathamrita | रामकृष्ण: | बचनामृत |পর্ব-2
  • last year
Shree Shree Ramkrishna kathamrita Upadesh & Bani episode--00 by Just Indian- Bengla
In this video serise you can learn most used Shree Shree Ramkrishna's Banis, upedesheh,and life lessions ... which are never not-relevant in daily lifes..



Video highlights:-
দেখেছি , বিচার করে একরকম জানা যায় , তাঁকে ধ্যান করে আর একরকম জানা যায় । আবার তিনি যখন দেখিয়ে দেন , সে আর এক । তিনি যদি দেখিয়ে দেন ,-- এর নাম অবতার -- তিনি যদি তাঁর মনুষ্যলীলা দেখিয়ে দেন , তাহলে আর বিচার করতে হয় না, কাউকে বুঝিয়ে দিতে হয় না ! কি রকম জানো ? যেমন অন্ধকারের ভিতরে দেশলাই ঘষতে ঘষতে দপ্ করে আলো হয় । সেই রকম দপ্ করে আলো যদি তিনি দেন , তাহলে সব সন্দেহ মিটে যায় । এরূপ বিচার করে কি তাঁকে জানা যায় ?

আমি তাই দেখেছি সাক্ষাৎ -- আর কি বিচার করব ? আমি দেখছি , তিনিই এইসব হয়েছেন -- তিনিই জীব ও জগৎ হয়েছেন । তবে চৈতন্য লাভ না করলে চৈতন্যকে জানা যায় না । বিচার কতক্ষণ ?যতক্ষণ না তাকে লাভ করা যায় ! শুধু মুখে বললে হবে না , এই আমি দেখছি তিনি সব হয়েছেন । তাঁর কৃপায় চৈতন্য লাভ করা চাই ! চৈতন্য লাভ করলে সমাধি হয় , মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায় , কামিনী -কাঞ্চন এর উপর আসক্তি থাকে না , ঐশ্বরিয়া কথা ছাড়া কিছু ভালো লাগে না ; বিষয় সম্পত্তির কথা শুনলে কষ্ট হয় ।

কালী আর কেউ নন , -- যিনিই ব্রহ্ম , তিনিই কালী । কালী আদ্যাশক্তি । যখন নিষ্ক্রিয় , তখন ব্রহ্ম বলে কই । যখন সৃষ্টি ,স্থিতি ,প্রলয় , করেন তখন শক্তি বলে কই , কালী বলে কই । যাঁকে তুমি ব্রহ্ম বলছো , তাঁকেই আমি কালী বলছি ।
ব্রহ্ম আর কালী অভেদ । যেমন অগ্নি আর দাহিকাশক্তি । অগ্নি ভাবলেই দাহিকাশক্তি ভাবতে হয় ।
কালী মানলেই ব্রহ্ম মানতে হয় , আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয় ।



If you like this type of content do subscribe to this channel for more this type content .. which is absolutely free of cost ....

Tags:- #শ্রী_শ্রী_রামকৃষ্ণ #কথামৃত #উপদেশ #বাণী #কামারপুকুর #জয়রামবাটি #মা_সারদা #বিবেকানন্দ #বেলুরমাঠ #দক্ষিণেশ্বর


Thank You..
Recommended