কাতারে হার, ব্রাসেলসে জ্বলল দাঙ্গার আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষে বেলজিয়ামের সমর্থকেরা

  • 2 years ago
কাতারে রবিবারের ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হারে বেলজিয়াম। দ্য ব্রুইনদের হার মেনে নিতে পারেননি দেশের সমর্থকরা। বিক্ষুব্ধ সমর্থকেরা রাজধানী ব্রাসেলসে দোকানের কাচ ভাঙচুর করেন, গাড়িতে অগ্নিসংযোগও করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দাঙ্গাকারীরা। দাঙ্গা থামাতে চলে কাঁদানে গ্যাস ও জল কামান।