"এস.কে.আই.এ - আন্তর্জাতিক ক্যারাটে ক্রীড়া প্রতিযোগীতা ২০২২" থেকে, বিক্রমাদিত্যের ক্যারাটে ছাত্রী সৌমিতা সেন সাফল্যের সহিত ফিরে এলে, "স্টেশন পাড়া শরণার্থী উচ্চ বিদ্যালয়" (উ:মা:) -র অবসর প্রাপ্ত শারীরশীক্ষা শিক্ষক, শ্রী মাধব অধিকারী মহাশয়ের সৌজন্য বার্তা।

  • last year
গোয়ার মাপুসা শহরের অন্তর্গত "পেডম স্পোর্টস কমপ্লেক্স" এ অনুষ্ঠিত ০৫ ও ০৬ -ই নভেম্বর, ২০২২ ইংরেজী তারিখ, শনি ও রবিবার। "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডু-ফেডারেশন" ক্যারাটে ক্রীড়া মহা-সংগঠনের অন্তর্গত। "ইন্টেলিজেন্স স্পোর্টস ক্যারাটে-ডু-আল্টিমেট" কোচিং ক্যাম্পে। জাতীয় মানের খ্যাতনামা প্রসিদ্ধ সম্পন্ন, ক্যারাটে প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের কাছে, ক্যারাটে প্রশিক্ষণরত একমাত্র ছাত্রী শ্রীমতি সৌমিতা সেন। "সোতকান ক্যারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন" ও "সোতকান ক্যারাটে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন" আয়োজিত। "এস.কে.আই.এ - ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২" অনুষ্ঠান মঞ্চে, অনুষ্ঠানের প্রথম দিবস অর্থাৎ ০৫ - নভেম্বর ২০২২ ইংরেজি তারিখ শনিবার, আশাতীত সাফল্য লাভের পর। ফিরে আসা মাত্রই দিনহাটা রেলওয়ে স্টেশনে, "স্টেশন পাড়া শরণার্থী উচ্চ বিদ্যালয়" (উ:মা:) -র অবসরপ্রাপ্ত শারীর শিক্ষা বিভাগের শিক্ষক মহাশয়। মাননীয় শ্রী মাধব অধিকারী মহাশয়, প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মন সহ তার সুযোগ্য ছাত্রী শ্রীমতি সৌমিতা সেনকে। আগামীর সুউচ্চ জয়ের লক্ষ্যে শুভ আশীর্বাদের শুভকামনা আরোপ করেন।



#All_Bengal_Sports_Karate_Do_Federation

#ABSKF

#Paris_Olympic_2024

Recommended