"এস.কে.আই.এ আন্তর্জাতিয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২২" অনুষ্ঠান মঞ্চে "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডু-ফেডারেশন" -র, সাধারণ সম্পাদক তথা কারাটে প্রশিক্ষক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের ক্যারাটে ছাত্রী শ্রীমতি সৌমিতা সেনের, অংশগ্রহণ ও একাধিক বিজয় সাফল্য।

  • last year
গোয়ার মাপুসা শহরের অন্তর্গত "পেডম স্পোর্টস কমপ্লেক্স" এ অনুষ্ঠিত, ৫ ও ৬ নভেম্বর, ২০২২ ইংরেজি তারিখ, শনি ও রবিবার। "সোতকান ক্যারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন" ও "সোতকান ক্যারাটে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন" কর্তৃক আয়োজিত, "এস.কে.আই.এ আন্তর্জাতিক ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২২" অনুষ্ঠান মঞ্চে, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডু-ফেডারেশন" -র, সাধারণ সম্পাদক তথা জাতীয় মানের ক্যারাটে প্রশিক্ষক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের একমাত্র ক্যারাটে ছাত্রী, শ্রীমতি সৌমিতা সেনের অনুষ্ঠানের প্রথম দিবস, অর্থাৎ ০৫ -ই নভেম্বর, ২০২২ ইংরেজি তারিখ শনিবার। ৬৩ কেজি ওজন ক্যাটেগরির ক্যাডেট বিভাগে, দেশের হয়ে প্রতিযোগিতায় কুমিতে ইভেন্টে, প্রতিপক্ষের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়ে, তৃতীয় স্থান অর্জন করে সেখান থেকে ব্রোঞ্জ পদক অর্জন করেন এবং কাতা ইভেন্টে ফাইনাল রাউন্ডে হেরে গিয়ে, দ্বিতীয় স্থান অধিকার করে সেখান থেকে সিলভার পদক অর্জন করে, একাধিক সাফল্য অর্জন করেন। যেটা আমাদের সংগঠনের সাথে আমাদের এই এলাকা-জেলা-রাজ্য ও দেশের একটা বিশেষ গর্ব।


#All_Bengal_Sports_Karate_Do_Federation

#ABSKF

#Paris_Olympic_2024

#psgtv #live #PSG #L1 #weareparis

Recommended