Rituparna Sengupta হাজির প্রিয়াঙ্কার \'স্বপ্নের\' বাড়িতে

  • 2 years ago
প্রিয়াঙ্কা চোপড়ার লস এঞ্জেলসের বাড়িতে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রিয়াঙ্কার লস এঞ্জেলসের বাড়িতে হাজির হলেও, সেখানে পিগির সঙ্গে দেখা হয়নি ঋতুর।  কাজের সূত্রে বাড়ির বাইরে থাকায় মার্কিন মুলুকে প্রিয়াঙ্কার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ হয়নি ঋতুপর্ণার।  তবে পিগির সঙ্গে সাক্ষাৎ না হলেও, মধু চোপড়া এবং গোটা জোনাস পরিবারের সঙ্গে জমিয়ে আড্ডা হয় টলিউড অভিনেত্রীর।

Recommended