11 months ago

জানুন জাপান সম্পর্কে ★ পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষের দেশ ★ জাপান ★ Explanation in Bangla

Explanation in Bangla
আপনি যদি পৃথিবীর পুরো মানচিত্রটি হাতে নিয়ে দেখেন, তাহলে আপনার হাতের সবচেয়ে ডানে অর্থ্যাত, পৃথিবীর সব চেয়ে পূর্বে যে দেশটির অবস্থান সেটিই হলো জাপান। পৃথিবীর সবচেয়ে পূর্বে অবস্থান করায়, একে সূর্যদয়ের দেশও বলা হয়।

ভৌগলিকভাবে দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়ার পূর্ব ভাগে এর অবস্থান। জাপানের উত্তরে ওখোতস্ক সাগর, পশ্চিমে জাপান সাগর, দক্ষিণ-পশ্চিমে পূর্ব চীন সাগর এবং পূর্বে প্রশান্ত মহাসাগর অবস্থিত। যেহেতু চারিদিক সাগরবেষ্টিত, সুতরাং জাপান একটি দ্বীপরাষ্ট্র।

জাপানের মোট আয়তন ৩,৭৭,৯৭৬ বর্গ কিলমিটার। সর্বমোট ৬,৮৫২টি দ্বীপ নিয়ে দেশটি গঠিত। দেশটির বৃহত্তম চারটি দ্বীপ হল হোক্কাইদো, হোনশু, শিকোকু and কিউশ্যু।

মূল ভূখণ্ডের ৭৩ শতাংশই বনভূমি এবং পার্বত্য অঞ্চল। যা কৃষি, শিল্প বা গৃহনির্মাণের ক্ষেত্রে পুরোপুরিই অনুপযোগী। জাপানের জনবসতি অঞ্চলগুলো মূলত উপকূলীয়। আর, সেগুলি অত্যন্ত ঘন বসতিপূর্ণ। সেইজন্য জাপান বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি।

জাপান সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন। আপনি জানতে পারবেন অনেক অজানা তথ্য, যা হয়তো আপনি জানতেন না...
#Japan
#Japan_Bangla
#Explanation_in_Bangla


Title – জানুন জাপান সম্পর্কে ★ পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষের দেশ ★ জাপান ★ Explanation in Bangla
URL – https://dai.ly/x8et4tq


ভিডিওটি আপনার কেমন লেগেছে, কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সাথে নতুন কিছু তথ্য শেয়ার করতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো।

আর হ্যাঁ...আপনার পছন্দের কোনো টপিক থাকলে, তা জানাতে পারেন। ইনশাআল্লাহ...আমি আপলোড দিবো।

Browse more videos

Browse more videos