Moral Policing: \'লভ জিহাদের\' বিরুদ্ধে গুজরাটে নীতি পুলিশি বজরং দলের

  • 2 years ago
নবরাত্রি শুরু হতেই এবার নীতি পুলিশি শুরু করল বজরং দল। গুজরাটের  আহমেদাবাদের একাধিক গরবা সেন্টারে হাজির হয়ে সচেতনতার নাম করে নীতি পুলিশি শুরু করলেন বজরং দলের কর্মীরা। গুজরাটের ওই মেয়ে যাতে লভ জিহাদের  মাধ্যমে কোনও সম্পর্কে না জড়ান, সে বিষয়ে প্রচার শুরু করা হয়েছে বজরং দলের তরফে।

Recommended