আসছে মহালয়া, রেডি হচ্ছে রেডিয়ো

  • 2 years ago
অমিত শুধুই রেডিয়ো সারান না, সংরক্ষণও করেন। কুমোরটুলির সরু গলিতে তাঁর আট ফুট বাই চার ফুটের দোকান। নানা ধরনের রেডিয়ো আসে তাঁর কাছে। অনেকেই সারাতে দিয়ে আর ফেরত নিয়ে যান না। সেগুলিকে সযত্নে আগলে রাখেন তিনি।

Recommended