বিশ্বকর্মা আরাধনার দিনে হাতি পুজো গরুমারা জাতীয় উদ্যানে

  • 2 years ago
বিশ্বকর্মা পুজো একেবারে আলাদা ভাবেই পালন করলেন গরুমারা জাতীয় উদ্যানের বনকর্মীরা। আর তাতে অংশ নিলেন ঘুরতে আসা পর্যটকেরাও। শনিবার বিশ্বকর্মার বাহন হাতি পুজো করলেন বনকর্মীরা। তবে কোনও মাটির প্রতিমা নয়, ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান, ধুপঝোরা, মেদলা ক্যাম্প, টন্ডু ক্যাপেও পোষা হাতিদের পুজো করা হল।

Recommended