Ranbir Kapoor, Alia Bhatt কে মহাকাল মন্দিরে প্রবেশে বাধা, বিক্ষোভ

  • 2 years ago
\'ব্রক্ষ্মাস্ত্র\' মুক্তির আগে এবার ফের নতুন করে বিতর্কে জড়ালেন রণবীর কাপুর এবং আলিয়া ভাটরা। গোমাংস ভালবাসেন বলে গত ১১ বছর আগে একটি ছবির প্রমোশনের সময় মন্তব্য করেন রণবীর কাপুর। রণবীরের সেই পুরনো মন্তব্য এবার ভাইরাল হতে শুরু করে ব্রক্ষ্মাস্ত্র মুক্তির আগে। গোমাংসের প্রতি রণবীরের ভালবাসা নিয়ে বিতর্কের জেরে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে প্রবেশ করতে হয়নি টিম ব্রক্ষ্মাস্ত্রকে। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

Recommended