আমেরিকায় ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'অপরাজিত'

  • 2 years ago
বাংলা ছবির আন্তর্জাতিক বাজার তৈরি করতে চাইছেন তাঁরা।
নওশাবা (রুবনা) রশীদ এবং রাজ হামিদ। তাঁদের উদ্যোগে দুই বাংলা মিলিয়ে ২৭টি ছবি আমেরিকার মাটি ছুঁয়েছে। দীর্ঘ দিন আমেরিকায় থাকার সুবাদে তাঁরা খেয়াল করেছিলেন, আমেরিকার মাটিতে বাংলা ছবির কোনও বাজার নেই। বাংলা ছবির প্রচার ও প্রসারের তাগিদে 'বায়োস্কোপ ফিল্ম এল এল সি'র মাধ্যমে আমেরিকায় তাঁরা বাংলা ছবি প্রেক্ষাগৃহে নিয়ে আসেন। সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা' বা 'দ্বিতীয় পুরুষ' বা নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ে 'কণ্ঠ' বা 'বেলাশেষে' সবই তাঁদের হাত ধরে আমেরিকায়। সম্প্রতি মুক্তি পেয়েছে অনীক দত্তের 'অপরাজিত'। এই প্রথম কোনও বাংলা ছবি আমেরিকার ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।ছবির প্রযোজক ফিরদৌসল হাসান জানান দু' সপ্তাহ অপরাজিত চলছে। মানুষের ছবি দেখে ভাল লাগছে। এ ভাবেই বাংলা ছবি নয়, বাংলা ভাষায় আন্তর্জাতিক ছবি তৈরির স্বপ্ন দেখছে 'বায়োস্কোপ'।

Recommended