ইউরোপে ক্ষমতায় আসছে পুতিনপন্থিরা !

  • 2 years ago
ইউরোপে ক্ষমতায় আসছে পুতিনপন্থিরা !

ইউরোপজুড়ে উত্থান ঘটছে কট্টর জাতীয়তাবাদীদের। তারা অভিবাসন ও মুসলিমবিরোধী। ফ্রান্স ও হাঙ্গেরীসহ কয়েকটি দেশের পর এবার ইতালিতে খুব সম্ভবত জয়ী হতে যাচ্ছেন জর্জিয়া মেলোনি নামের একটি কট্টরপন্থী নারী রাজনীতিক। তাকে বলা হচ্ছে ফ্যাসিস্ট বেনিটো মুসোলিনির আদর্শিক উত্তরসূরী। তার সাথে আছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্টতা। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার গ্যাস অস্ত্র ব্যবহারের প্রভাব পড়ছে ইউরোপের আভ্যন্তরিন রাজনীতিতে। নাগরিকদের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ।
নির্বাচনে জয়ের মাধ্যমে ৪৫ বছর বয়সী মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। তার রাজনৈতিক দলটি ২০১৮ সালের সাধারণ নির্বাচনে মাত্র ৪ শতাংশ ভোট পেলেও বর্তমানে ইতালিতে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সরকারের পতনের পরে প্রকাশিত এক সমীক্ষায় দেখা যায়, আরও এগিয়ে গেছে তার দল।
ইতালিতে মেলোনির নেতৃত্বে ব্রাদার্স পার্টি সরকার গঠন করলে ইউরোপের উদারপন্থী নীতি বিঘ্নিত হবে বলে মনে করা হচ্ছে। ইউরোপ মহাদেশের জাতীয়তাবাদী ও ইউরোস্কেপটিক দলগুলোর নতুন আঞ্চলিক নেতা হতে পারেন তিনি। সম্ভাব্য মেলোনি সরকার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধকে দ্রাঘি সরকারের মত গুরুত্ব দেবেন না। পরোক্ষভাবে হয়তো রাশিয়াকেই সমর্থন করবে।