ইন্দ্রদীপের পরবর্তী প্রেমের ছবিতে থাকছেন আবীর চট্টোপাধ্যায়

  • 2 years ago
ইন্দ্রদীপ দাশগুপ্ত-র 'বিসমিল্লা' ছবির প্রিমিয়ারে চাঁদের হাট। ছবির কলাকুশলীরা ছাড়াও 'বিসমিল্লা'র বিশেষ প্রদর্শনে হাজির ছিলেন পাওলি থেকে আবীর চট্টোপাধ্যায়। আবীরকে নিয়ে ছবি করার প্রসঙ্গ উঠতেই আনন্দবাজার ভিডিয়ো টিমকে পরিচালক ইন্দ্রদীপ তাঁর প্রিয় নায়ক আবীরকে পাশে নিয়ে বললেন, "খুব শিগগিরি আবীরের জন্য একটি প্রেমের গল্প লিখেছি। পুজোর পরেই আবীরের সঙ্গে নতুন কাজ শুরু হবে। সেখানে আবীরের প্রেম দেখা যাবে।" ইতিমধ্যেই বাঙালি দর্শকদের মনে দৃশ্য আর সুরের মাধ্যমে প্রেমের অভিঘাত তৈরি করেছে 'বিসমিল্লা'।

Recommended