Birbhum: সাংগঠনিক জেলার সভাপতিকে ঘিরেও এবার গাড়ি বিতর্ক

  • 2 years ago
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতিকে ঘিরেও এবার গাড়ি বিতর্ক! নলহাটির বহিষ্কৃত বিজেপি নেতা অনিল সিংয়ের অভিযোগ, যে গাড়িতে ধ্রুব সাহা চড়েন, সেটি মহম্মদবাজারের তৃণমূল ব্লক সভাপতির। যদিও বিজেপির জেলা সভাপতির দাবি, গাড়িটি তিনি তৃণমূল নেতার থেকে কিনেছেন। একই দাবি মহম্মদবাজারে তৃণমূলের ব্লক সভাপতিরও।

Recommended