Tiyasha-র জন্মদিন, বিচ্ছেদের পর আরও রঙিন \'কৃষ্ণকলি\'

  • 2 years ago
ধুমধাম করে জন্মদিন পালন করলেন তিয়াসা লেপচা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে জন্মদিনের ছবি শেয়ার করেন পর্দার কৃষ্ণকলি। জন্মদিনে তাঁর অসংখ্য অনুরাগী যেভাবে ভালবাসা জানিয়েছেন, তার জন্য আপ্লুত বলেও জানান জনপ্রিয় টেলি অভিনেত্রী।