Anubrata Mondal:শুধু মেয়ে নয়, চাকরি পেয়েছেন অনুব্রতর একাধিক ঘনিষ্ঠরা। Bangla News

  • 2 years ago
পরেশ-কন্যার পর এবার অনুব্রত-কন্যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা। টেট পাস না করেই প্রাথমিকে শিক্ষকের চাকরি অনুব্রত-কন্যার? শুধু সুকন্যাই নয়, চাকরি পেয়েছেন অনুব্রতর আরও ৫ আত্মীয়। চাকরি পেয়েছেন অনুব্রতর ভাই, ভাইপো, আপ্ত সহায়ক ছাড়াও ২ ঘনিষ্ঠ। টেট পাস না করেই স্কুলের চাকরি পাওয়ার অভিযোগে মামলা। কাল দুপুর ৩টার মধ্যে ৬জনকে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। বীরভূমের পুলিশ সুপারকে আদালতের রায় জানানোর নির্দেশ।

Recommended