১৩ বছর ধরে জাতীয় পতাকা কুড়ায় হাওড়ার যুবক

  • 2 years ago
ভারত-মায়ের সম্মান রক্ষায় ফেলে যাওয়া জাতীয় পতাকা কুড়ায় হাওড়ার বাসিন্দা প্রিয়রঞ্জন সরকার। ২০০৮ থেকে আজ অব্দি প্রায় ৫৫,০০০-৬০,০০০ পতাকা সংগ্রহ করেছে বছর ৩৫-এর এই যুবক। নিজের মায়ের শিক্ষাতেই এই কাজ শুরু করেন প্রিয়রঞ্জন।